জনগণ চায় জাতীয় পার্টি আবারও ক্ষমতায় আসুক: এরশাদ

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৪:২১

সাহস ডেস্ক

জনগণ চায় জাতীয় পার্টি আবারও ক্ষমতায় আসুক। তাই জনগণের দাবি পূরণে ক্ষমতায় আসতে হবে। রাষ্ট্রক্ষমতায় যাওয়ার মতো সক্ষমতা জাতীয় পার্টি (জাপা) অর্জন করেছে বলে মনে করছেন সাবেক রাষ্ট্রপতি ও পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

আজ শনিবার (৮ সেপ্টেম্বর) রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় পার্টির এক যৌথ সভায় তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিতে চায় জাতীয় পার্টি। সেই লক্ষে তৃণমূলের নেতাকর্মীদের কমিটি গঠনের তাগিদ দেন তিনি।

আগামী ৬ অক্টোবরের মহাসমাবেশে দলের পরবর্তী কর্মসূচি ঘোষণা দেয়া হবে বলেও জানান এরশাদ।

এর আগে শুক্রবার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন পরিদর্শনে এসে এ সাবেক রাষ্ট্রপতি বলেছিলেন, আমরা আর বিরোধী দলে থাকতে চাই না, এবার আমরা ক্ষমতায় যেতে চাই। সংসদে দুই নম্বর চেয়ারে বসতে চাই না বলেও জানান তিনি।

আজকের যৌথসভায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, মহাসচিব, প্রেসিডিয়াম সদস্য ছাড়াও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত