ভোটারদের সহমর্মিতা পেতে নিজেরাই বোমা হামলা চালায় : পুলিশ

প্রকাশ : ২২ জুলাই ২০১৮, ১৭:১৩

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর সিটি করপোরেশন নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে এবং ভোটারদের সহমর্মিতা পাওয়ার জন্য পরিকল্পিতভাবে বিএনপির নির্বাচনী পথসভায় নিজেরাই বোমা হামলা চালায় বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এসএম হাফিজ আক্তার।

রবিবার (২২ জুলাই) দুপুরে মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য জানান।

পুলিশ কমিশনার বলেন, গত ১৭ জুলাই বোমা হামলার দুইদিন পর ১৯ জুলাই বিষয়টি নিয়ে মোবাইল ফোনে রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টু কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সঙ্গে কথা বলেন। যাতে তিনি স্বীকার করেন এবং দুইজন হামলাকারীর নাম উল্লেখ্য করেন।

তাদের কথোপকথন পুলিশের হাতে আসলে মতিউর রহমান মন্টুকে গ্রেপ্তার করা হয়। শনিবার গভীর রাতে নগরের রামচন্দ্রপুর নিজ বাসা থেকে মন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে নিজেরাই বোমা হামলার কথা স্বীকার করেছে মন্টু। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ওই বোমা হামলার সঙ্গে আরও কে কে জড়িত তা বের করা হবে বলে জানান পুলিশ কমিশনার হাফিজ আক্তার।

সংবাদ সম্মেলনে ওই কথোপকথন সাংবাদিকদের শোনানো হয়। অডিওটি মন্টু ও টিপুর বলে নিশ্চিত করেন পুলিশ কমিশনার।

রাজশাহী হামলার ঘটনায় কথোপকথনে যা আছে

-ভাই (টিপু বলে চিহ্নিত)
-ভাল আছ? (মন্টু হিসেবে চিহ্নিত)
-আছি ভাই। (টিপু বলে চিহ্নিত)
-এই কালকে কাজ-কাম করেছি, প্রচণ্ড রোদের তাপে। জিয়াউর অসুস্থ। তো গত পরশু দিন যে ঘটনা ঘটেছে, শুনছো তো নাকি? (মন্টু হিসেবে চিহ্নিত)
-এই একটু শুনেছি, বেশি শুনি নাই। বোম্ব মেরেছে এইটা তো? (টিপু বলে চিহ্নিত)
-হ্যাঁ, (মন্টু হিসেবে চিহ্নিত)
-সেটা তো জানি। (টিপু বলে চিহ্নিত)
-কারা করলো, এটা কি জান? (মন্টু হিসেবে চিহ্নিত)
-অ্যা? (টিপু বলে চিহ্নিত)
-কারা করেছে এটা কি জানো? (মন্টু হিসেবে চিহ্নিত)
-তা জানি না (টিপু বলে চিহ্নিত)
-যাক, আমি যে কথা বলবো ওটা হজম করবা, জায়গা মতো পারলে বলবা। দুই ভাই জড়িত। (মন্টু হিসেবে চিহ্নিত)
-অ্যা? (টিপু বলে চিহ্নিত)
-আমাদের দুইজন জড়িত। যে দুইজনকে দিয়ে কাজ করানো হয়েছে, ভাইয়ার কাছে ক্রেডিট নেওয়ার জন্যে, এই বোম্ব ফেলেছে। হ্যাঁ? ঠিক আছে? (মন্টু হিসেবে চিহ্নিত)
-কোন দুই ভাই? (টিপু বলে চিহ্নিত)
-তোমার নাটোর আর আমার খালেক। ওই যে শাহীন শওকত (বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক)। (মন্টু হিসেবে চিহ্নিত)
-এইটা আমার বিশ্বাস হয়। (টিপু বলে চিহ্নিত)
-জাবেদ হলো, আমার শাহীন শওকত ভাইয়ের লোক, জাবেদ। এবং (মন্টু হিসেবে চিহ্নিত)
-না, ঠিক আছে। এটা আমার বিশ্বাস হয়। (টিপু বলে চিহ্নিত)
-এইটা হওয়ার সাথে সাথে, প্রায় সব ঠিক হয়ে গেছে। সব ঠিক করেছি। (মন্টু হিসেবে চিহ্নিত)।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত