শুটিং ইউনিটের নামে ইয়াবার ব্যবসা, আটক ১০

প্রকাশ : ২৪ মে ২০১৮, ১৪:০১

সাহস ডেস্ক

কক্সবাজার শহরের কলাতলির একটি চেকপোষ্টে চলচিত্র, সুটিং ইউনিট লেখা একটি মাইক্রোবাস থেকে এক লাখের বেশি ইয়াবাসহ ১০ জনকে আটক করেছে র‍্যাব।

বুধবার (২৩ মে) বিকেলের দিকে মাইক্রোবাসের তেলের ট্যাঙ্ক থেকে এই ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, দেশের বিভিন্ন স্থান থেকে শুটিং ইউনিটের নামে কিছু লোক কক্সবাজার এসে মূলত ইয়াবার ব্যবসা করে। এরাও তেমনি একটি দল।

এ ব্যাপারে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন বলেন, রাজশাহী থেকে সরকার প্রোডাকশন হাউস এর ব্যানারে একটি শুটিং ইউনিট গত ২১ মে কক্সবাজারে আসে। এর প্রধান হচ্ছেন আসলাম সরকার (৪০) আর গাড়িটির চালক হলেন মাসুদ রানা (৩২)। এদের ব্যাপারে আগে থেকেই র‍্যাবের কাছে তথ্য ছিল। সেই অনুযায়ী কলাতলি চেকপোস্টে তাদের আটক করে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তাঁরা ইয়াবা বহনের কথা স্বীকার করেন।

তিনি আরও বলেন, আটকরা এর আগেও বেশ কয়েকবার এভাবে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা নিয়ে গেছে। আটকদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।

সাহস২৪.কম/তানভীর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত