আনন্দ শোভাযাত্রায় খুলনা নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি

প্রকাশ : ২৫ নভেম্বর ২০১৭, ১৫:৩৩

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রার এ অন্তর্ভূক্তির মাধ্যমে “বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের” স্বীকৃতি লাভ করেছে।

২৫ নভেম্বর শনিবার সকালে এ অসামান্য অর্জন উপলক্ষে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শিক্ষক, কর্মকর্তা, ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের অডিটেডিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ.এইচ.এম. মনজুর মোরশেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একাডেমিক এডভাইজর এ.টি. এম জহির উদ্দীন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত