মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৭, ১৫:৫৩

সাহস ডেস্ক

রাজধানীর মিরপুরের বেতন পরিশোধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছে ট্রাস্ট ট্রাউজার কারখানার শ্রমিকরা।১৭ নভেম্বর (শুক্রবার) সকালে মিরপুর ১২ নম্বর বাসস্ট্যান্ডের কাছের শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে সকাল ১০টার সময় বাসস্ট্যান্ডের সামনের সড়ক অবরোধ করে তারা। এতে করে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। অবরোধের এক পর্যায়ে কয়েকটি গাড়িতে ভাংচুরও চালায় শ্রমিকরা।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মইনুল কবীর বলেন, এই গার্মেন্টসে মাঝে মধ্যে কাজ হয়, আবার বন্ধও থাকে। তবে বেতন বাকি আছে কিনা তা তার জানা নেই।

মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার জাকির হোসেন বলেন, ট্রাস্ট ট্রাউজারের কারখানাটি মোহাম্মদপুরে এলাকায় স্থানান্তর করার কথা ছিল। বর্তমানে কারখানার বেশির ভাগ শ্রমিক মিরপুরের। কারখানা সরানোর আগে তাদের বকেয়া বেতনসহ ক্ষতিপূরণের দাবি করেন শ্রমিকরা। তা না হলে কারখানা সরানো যাবে না বলে তারা বিক্ষোভ করতে থাকেন।

পুলিশ কর্মকর্তা জাকির জানান, কারখানা মালিকদের থানায় ডেকে শ্রমিকদের সামনেই বিষয়টি মিমাংসার চেষ্টা করছে পুলিশ। মালিক আসার পর শ্রমিকরা সড়ক থেকে উঠে গেছে।

সাহস২৪.কম/জুয়েনা/ আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত