জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন

প্রকাশ : ২৭ আগস্ট ২০১৭, ১১:৫৮

সাহস ডেস্ক

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪১তম মৃত্যুবার্ষিকীতে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ।

আজ রবিবার (২৭ আগস্ট) সকাল ৬টা ৫০ মিনিটে সর্বপ্রথম শ্রদ্ধা নিবেদন করেন কবি পরিবারের সদস্যরা। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্র-ছাত্রীদের নিয়ে কবির সমাধিতে শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

আওয়ামী লীগের পক্ষে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সংস্কৃত মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্ত্রী আসাদুজ্জামান নূর ফুল দিয়ে শ্রদ্ধা জানান। 

অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, নজরুল ইনিস্টিটিউট, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, ছাত্রদল, কবি নজরুল সাহিত্য মঞ্চ, বাংলাদেশ জাতীয় জাদুঘর, জাসাস জাতীয় নির্বাহী কমিটিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবির মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। এ উপলক্ষে বাদ ফজর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে কোরানখানি অনুষ্ঠিত হয়।  কবির সমাধি প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত