এজেন্সির বিরুদ্ধে অভিযোগ, সমস্যা সমাধানে আন্তরিক হজ অফিস

প্রকাশ : ১৯ আগস্ট ২০১৭, ১৮:০৬

সাহস ডেস্ক

বাড়ি ভাড়া, খাবার, বেশি টাকা নিয়ে গাইড ভিসা দেওয়াসহ এজেন্সিগুলোর বিরুদ্ধে অভিযোগের শেষ নেই চলতি বছর হজ করতে আসা বাংলাদেশিদের। মদীনা বিভিন্ন হোটেলগুলোতে এমনই নানা অভিযোগ পাওয়া যায়।

হজযাত্রীরা বলছেন, একই বাড়ি দুইটি গ্রুপের জন্য বরাদ্ধ করেছে এজেন্সিগুলো যারা আগে আসছেন তারাই উঠছেন আর যারা পরে আসছেন তাদেরকে হোটেলের বারান্দায় অথবা রাস্তায় সময় পার করতে হচ্ছে।

আবার অনেক এজেন্সি বাসা ভাড়া করেছেন ঠিকই কিন্তু সেটা থাকার অনুপযোগী। কিছু এজেন্সির বিরুদ্ধে হাজযাত্রীদের খাবার না দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এজেন্সি খাবার সরবরাহ না করার কারণে তারা দেশ থেকে নিয়ে আসা চিড়া মুড়ি খেয়ে দিন পার করছেন।

মদীনা বাংলাদেশ হজ ইনচার্জ মো জহির উদ্দিন হাজযাত্রীদের দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, আমরা অভিযোগ পাচ্ছি এবং অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি।  

সৌদি আরবস্থ  বাংলাদেশ হজ অফিসের প্রশাসনিক দলের সদস্য অতিরিক্ত সচিব আকরাম হোসেন বলেন, সব সমস্যা সমাধান করে সুন্দর একটি হজ সম্পাদন করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত