শিবগঞ্জে 'জঙ্গি আস্তানায়' ফের গুলির শব্দ

প্রকাশ : ২৭ এপ্রিল ২০১৭, ১০:৪২

সাহস ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে আজ বৃহস্পতিবার সকালে মুহুর্মুহু গুলির শব্দ শোনা গেছে।

এদিকে সকাল ৯টার দিকে সোয়াত টিমের সদস্যরা ‘অপারেশন ঈগল হান্ট’ শুরু করেছ। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার সন্ধ্যায় শুরু করা সোয়াত সদস্যদের চূড়ান্ত অভিযান দুই ঘণ্টা পর স্থগিত করা হয়।

কাউন্টার টেররিজম ইউনিটের এডিসি মোহাম্মদ আলী জানান,  বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ‘জঙ্গি আস্তানার’ ভেতর থেকে দুটি গুলির শব্দ শোনা গেছে।

কাউন্টার টেররিজম ইউনিটের এডিসি আবদুল মান্নান বলেন, ‘সোয়াত সদস্যরা অপারেশন শুরু করেছেন। একতলা ওই বাড়ির ভেতরে নারী ও শিশুসহ চারজন আছে বলে আমরা ধারণা করছি।’

জেলার পুলিশ সুপার মুজাহিদুল ইসলাম জানান, সোয়াতের এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ঈগল হান্ট’।

এদিকে জননিরাপত্তার স্বার্থে শিবগঞ্জ উপজেলার শিবগনগর গ্রাম ও আশপাশের এলাকায় সকালে ১৪৪ ধারা জারি করা হয় জানিয়ে শিবগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম জানান, অভিযান শেষ না হওয়া পর্যন্ত সেখানে সব ধরনের জমায়েত ও চলাচলে কড়াকড়ি থাকবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত