আতিয়া মহল থেমে থেমে সংঘর্ষ

প্রকাশ : ২৬ মার্চ ২০১৭, ১২:২৭

সাহস ডেস্ক

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকায় ইসলাম ধর্ম অনুসারীদের ‘জঙ্গি আস্তানা’ আতিয়া মহলকে ঘিরে শুক্রবার (২৪ মার্চ) ভোর থেকে শুরু হওয়া অভিযান এখনও চলছে। 

রবিবার (২৬ মার্চ) ভোর থেকে সকাল সোয়া ৮টা পর্যন্ত থেমে থেমে গুলির শব্দ শোনা গেছে। ওই ভবনের ভেতর থেকে জঙ্গিরা আইন-শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে বোমা ছুড়ছে। এবং আল্লাহু আকবর ধ্বনি দিচ্ছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত জঙ্গিদের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর গুলি বিনিময় চলছে। 

অভিযানস্থল এবং এর আশপাশের এলাকা পুরোপুরি কর্ডন করে রেখেছে সেনাসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এছাড়া শনিবার রাতে বোমা বিস্ফোরণস্থল সিআইডির ক্রাইম সিন ইউনিট ফিতা টানিয়ে সুরক্ষিত করে রেখেছে।

ওই এলাকায় ঘোষণা করা হচ্ছে ১৪৪ ধারা।

সিলেটের গোয়ালাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ফজল জানিয়েছেন, আজ রবিবার (২৬ মার্চ) সকাল ৭টার দিকে এই ধারা জারি করা হয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত