ব্রহ্মপুত্রে চলছে অবৈধ বালু উত্তোলন

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৪০

শফিউল আলম শফি

এক সময়ের প্রমত্তা ব্রহ্মপুত্র নদে এখন কোমর পানি। নদের এপার থেকে ওপার লোকজন পায়ে হেটে পারাপার হচ্ছে। গোটা নদের বুকে সৃষ্টি হয়েছে শতশত চর। বিশ্বাসই হয় না এটা ব্রহ্মপুত্র নদ। নদের মাঝে নেই সেই খরস্রোত।

এরইমধ্যে কয়েকটি ড্রেজার ও শ্যালো মেশিন দিয়ে তোলা হচ্ছে নদের বালু। জানতে চাইলে শ্যালো মেশিনের মালিক নাড়ু মিয়া জানান, ভিতরবন্দ- নুনখাওয়া রাস্তা পাকা করনের কাজ চলছে তাতে বালু দিচ্ছি। ৪ কোটি টাকার কাজে আমরা ২৫ লাখ টাকা বালু সরবরাহ দিবার চুক্তি নিয়েছি। যত বালু লাগে আমরা তা নদ থেকে তুলে ঠিকাদারকে দিচ্ছি।

স্থানীয় চেয়ারম্যান সাহাবুল ইসলাম বলেন, নদের বালু তোলা হচ্ছে এটা দেখছি। কিন্তু কার পারমিশনে তুলছে তা জানি না।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, নদের বালু তোলা বে-আইনী । বিষয়টি আমার জানা নাই। তদন্ত করে ব্যবস্থা নিবো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত