ডিমলায় কৃষক ও ক্ষেত মজুর সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৭, ১৯:০৯

ডিমলা প্রতিনিধি

নীলফামারী ডিমলা উপজেলায় শনিবার বিকালে জাতীয় কৃষক সমিতি, ক্ষেত মজুর ইউনিয়ন ও গণশিল্পী সংস্থার ডিমলা শাখার আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে জাতীয় কৃষক সমিতি ও ক্ষেত মজুর ইউনিয়নের এবং ওয়ার্কার্স পার্টি সহযোগী সংগঠনের সকল সদস্য একত্রিত হয়ে ডা: ননী গোপার রায়ের সভাপতিত্বে ডিমলা কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে একটি আলোচনা সভা ও সমাবেশ অনুষ্টিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষেত মজুর সমিতির সাধারন সম্পাদক কমরেড মোঃ জাকির হোসেন রাজু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কৃষক সমিতি ও তিস্তা বাঁচাও, নদী বাঁচাও আন্দোলনের বিভাগীয় সভাপতি অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম হাক্কানী।

আলোচনা সভায় বক্তিতা করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ নুর মোহাম্মদ খান, যুব মৈত্রী রংপুর জেলা সদস্য জীবন কুমার রায়, সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ যুব মৈত্রী জেলা সদস্য ডা: মোঃ সৈয়দ লিটন মিয়া তালুকদার, জেলা কমিটির সদস্য আশরাফুল আলম, বাংলাদেশ ছাত্র মৈত্রী সাবেক সভাপতি উপজেলা শাখার ডা: নয়ন বাবু, তিস্তা বাঁচাও নদী বাঁচাও বিভাগীয় সদস্য মোঃ গোলাম মোস্তফা, সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজার রহমান, কানাই লাল কর্মকার, সিরাজুল ইসলাম, মোছাঃ লাইলী বেগম প্রমূখ।

বক্তরা ভুট্টার দাম সরকারী ভাবে ৮০০ টাকা নির্ধারন, তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়, বয়স্ক ভাতা সহ অন্যান্য ভাতা বৃদ্ধির দাবী জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত