আগৈলঝাড়ায় আমন ধান কর্তন ও মাঠ দিবস উদযাপিত

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০১৭, ১৭:৪০

বরিশালের আগৈলঝাড়ায় আমন ধান কর্তন ও মাঠ দিবস উদযাপিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার বাকাল ইউনিয়নের নওপাড়া কিশোর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কারিতাস এনজিও’র স্থায়ীত্ব খাদ্য ও জীবিকায়ন নিরাপত্তা (সুফল-২) প্রকল্পের আমন ধান কর্তন ও মাঠ দিবস পালিত হয়।

কারিতাস বরিশাল অঞ্চল পরিচালক ফ্রান্সিস বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান জসীম সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দোলন চন্দ্র রায়, আন্তর্জাতিক ধান গবেষণা ইন্সটিটিউট কর্মকর্তা ওয়াসিক ফয়সাল, সিআরএস প্রকল্পের টেকনিক্যাল এডভাইজার ড. কমল, কারিতাসের সিনিয়র প্রোগ্রাম অফিসার সঞ্জিত কুমার মন্ডল।

আমন ধান কর্তন ও মাঠ দিবসের উপর বক্তব্য রাখেন নওপাড়া কিশোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শোভা রানী মন্ডল, নওপাড়া গ্রামের কৃষক শংকর রায়, কৃষাণী পুতুল রায় প্রমুখ।

পরে অতিথিবৃন্দ সুফল-২ প্রকল্পের আওতায় আমন ধান কর্তন উদ্বোধন ও মাড়াই পরিদর্শন করেন।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত