ওসাসুনাকে বড় ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২০, ১৪:১০

সাহস ডেস্ক

স্প্যানিশ লা লিগায় পিছিয়ে পড়েও স্বাগতিক ওসাসুনাকে বড় ব্যবধানে হারিয়ে শীর্ষস্থানেই আছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।

৯ ফেব্রুয়ারি (রবিবার) দিবাগত রাতে এল সাদার স্টেডিয়ামে ওসাসুনাকে ৪-১ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।

এদিন ম্যাচের ১৪তম মিনিটের মাথায় পিছিয়ে পড়ে রিয়াল। কর্নার থেকে হেড দিয়ে গোল করে ওসাসুনাকে লিড এনে দেন উনাই গার্সিয়া। তবে ম্যাচের ৩৩তম মিনিটে দারুণ এক সাইড ভলি থেকে ইস্কো গোল করলে সমতায় ফেরে রিয়াল। এগিয়ে যেতেও সময় নেয়নি রিয়াল। ম্যাচের ৩৮তম মিনিটে সার্জিও রামোসের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়ে বিরতিতে যায় স্প্যানিশরা।

বিরতি থেকে ফিরে এসে ব্যবধান বাড়াতে চেষ্টা করে রিয়াল। তবে ম্যাচের ৮৪তম মিনিটে করিম বেনজেমার বাড়ানো বল থেকে ডান পায়ের শটে ব্যবধান ৩-১ গোলে নিয়ে যান লুকাস ভাসকেস।

এরপর ইনজুরি সময়ে ফেদেরিকো ভালভেরদের পাস থেকে লুকা ইয়োভিচের জালের ঠিকানা খুঁজে পেলে ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

এই জয়ে ২৩ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচ খেলে ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে আছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। সমান ম্যাচ খেলে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়তে আছে গেটাফে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত