ক্যারিবীয়দের হারিয়ে বিশ্ব রেকর্ডের খাতায় আয়ারল্যান্ড

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২০, ১৫:০১

সাহস ডেস্ক

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাউল স্টারলিংয়ের ঝরো ব্যাটিংয়ে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্ব রেকর্ডের খাতায় নাম লিখিয়েছে আয়ারল্যান্ড। এর আগে উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল আইরিশরা।

১৫ জানুয়ারি (বুধবার) জাতীয় ক্রিকেট স্টেডিয়াম গ্রানাডায় ক্যারিবীয়দের ৪ রানে হারিয়ে সিরিজের ১-০তে এগিয়ে গেল আইরিশরা।

এদিন টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আইরিশ অধিনায়ক আন্ড্রো বালবিরনি। আগে ব্যাট হাতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৮ রান করে আয়ারল্যান্ড।

দলের হয়ে দুর্দান্ত শুরু করে ওপেন জুটি পাউল স্টারলিং ও কেবিন ও’ব্রেইন। উদ্বোধনী জুটিতে দুজনে স্কোরবোর্ডে যোগ করেন ৯৩ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে পাওয়ার প্লে’তে সর্বোচ্চ রানের রেকর্ড এটি। এর আগে আইরিশদের বিপক্ষেই রেকর্ডটি গড়েছিল নেদারল্যান্ডস। ২০১৪ সালে ডাচরা পাওয়ার প্লে’তে ৬ উইকেটে করেছিল ৯১ রান।

এছাড়া স্টার্লিং-ব্রেইন জুটিতে গড়েছেন আরেকটি রেকর্ড। উদ্বোধনী জুটিতে ১২.৩ ওভারে ১৫৪ রান করেন দুজন। যা টি-টোয়েন্টিতে ক্যাবিবিয়ানদের বিপক্ষে যে কোনো দলের সর্বোচ্চ জুটি।

১৫৪ রানের এই জুটি বেধে শেষপর্যন্ত হাফসেঞ্চুরির কাছাকাছি গিয়ে আউট হন ও’ব্রেইন। তবে ফেরার আগে ৩২ বলে ৪ চার ২ ছক্কায় ৪৮ রান করে ডিজে ব্রাভোর বলে বোল্ড হন এই অলরাউন্ডার।

তার পরপরই ফেরেন আরেক ওপেনার স্টারলিং। দলীয় ১৫৬ রানের সময় ৪৭ বলে ৬ চারে ৮ ছক্কায় ৯৫ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলে ওয়ালসের বলে ক্যাচ দিয়ে ফেরেন পাউল স্টারলিং। মাত্র পাঁচ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হলেন তিনি। এরপর গ্যারেথ ডেলানি ১৯ রান এবং গেরি উইলসন ১৭ রান করেন। এছাড়া আর কেউ দুই অংকের ঘরে পৌঁছাতে পারেনি।

ক্যারিবীয়দের হয়ে শেলডন কটরেল, খেরি পিয়েরি ও ডিজে ব্রাভো ২টি করে এবং হাইডেন ওয়ালস ১টি উইকেট নেন।

আইরিশদের দেওয়া ২০৯ রানের জবাবে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৪ রানে থমকে যায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

দলের হয়ে জয়ের জন্য উইন্ডিজের দরকার ছিল ১৩ রান। ব্যাটিংয়ে ছিলেন অবসর ভেঙে চার বছর পর ক্যারিবীয়নদের জাতীয় দলে ফেরা ডোয়াইন ব্রাভো ও সেরফেনে রাদারফোর্ড। কিন্তু জশুয়া লিটল এসে প্রথম বলেই তুলে নেন রাদারফোর্ডকে। ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরার আগে ১৩ বলে ২৬ রান করেন তিনি।

পরের বলে ছ্ক্কা মেরে জয়ের সুযোগ সৃষ্টি করেন ব্রাভো। পরের বলে নেন দুই রান। চতুর্থ বলে কোনো রান করতে না পারা ব্রাভো পঞ্চম বলে ধরা পড়েন গ্যারেথ ডিলানির হাতে। আর তাতেই শেষ হয়ে যায় উইন্ডিজদের জয়ের স্বপ্ন। এই নিয়ে ক্রিকেটের সব ফরম্যাটে ক্যারিবিয়ানদের বিপক্ষে তৃতীয় জয় পেলো আয়ারল্যান্ড।

লিটলের শেষ বলে কোনো রান করতে পারেননি নতুন ব্যাটিংয়ে নামা হেইডেন ওয়ালশ। উইন্ডিজরা ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে থেমে যায় ২০৪ রানে। তবে ব্যাটিংয়ে ব্যক্তিগত ৯ রানে আউট হলেও বল হাতে নিজের সামর্থ্য দেখিয়েছেন ব্রাভো। ৪ ওভারে ২৮ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট।

এর আগে ১৪ বলে ৩ চার ১ ছক্কায় ২২ রান করে ফেরেন ওপেনার লেন্ডি সিমন্স। ২৯ বলে ৬ চার ৩ ছক্কায় ৫৩ রানের একটি দুর্দান্ত হাফসেঞ্চুরি করে ফেরেন ইভান লুইস। ১৮ বলে ৩ ছক্কায় ২৮ রান করে ফেরেন শিরনর হিটমায়ার। ১৫ বলে ১ চার ৩ ছক্কায় ৩১ রান করে ফেরেন অধিনায়ক কাইরন পোলার্ড। ২৩ বলে ৩ চার ১ ছক্কায় ২৬ রান করে ফেরে উইকেটরক্ষক নিকোলাস পুরান। ১৩ বলে ৩ ছক্কায় ২৬ রান করে ফেরেন সেরফেনে রাদারফোর্ড।

আইরিশদের হয়ে জসুয়া লিটল ৩টি, ক্রেইগ ইয়ং ২টি এবং সিমি সিং ও ডকরেল ১টি করে উইকেট নেন।

ম্যাচ সেরা হয়েছে পাউল স্টারলিং।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত