শান্তনার ১ পয়েন্ট নিয়ে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবলদল

প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৮, ১৮:৫০

সাহস ডেস্ক

২০২০ টোকিও অলিম্পিক নারী ফুটবলের বাছাইপর্বের প্রথম রাউন্ড থেকে আগেই বিদায় নিশ্চিত হওয়া বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচে ১-১ গোলে ড্র করেছে নেপালের বিপক্ষে।

দুই ম্যাচে ১২ গোল হজম করার পর শেষ ম্যাচে সম্মান রক্ষাই ছিল প্রধান লক্ষ্য। ডিফেন্ডার আঁখি খাতুনের শেষ সময়ের গোলে তাতে এক পয়েন্ট নিয়ে মিয়ানমার থেকে ফিরছে বাংলাদেশ নারী ফুটবল দল।

আগের দুই ম্যাচে মিয়ানমারের কাছে ৫-০ ও পরের ম্যাচে ভারতের বিপক্ষে ৭-১ গোলে হার দেখে বাংলাদেশ।

১৩ নভেম্বর (মঙ্গলবার) থুয়ুন্না স্টেডিয়ামের ম্যাচেও হার দেখছিল বাংলাদেশ। লাল-সবুজ মেয়েদের বিপক্ষে কখনোই হারের স্বাদ না পাওয়া নেপালি মেয়েরা এগিয়ে ছিল এক গোলের ব্যবধানে।

ওই এক গোলেই হারের কাছে পৌঁছে গিয়েছিল আঁখি-সাবিনারা। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে আঁখি খাতুনের গোলে সান্ত্বনার এক পয়েন্ট নিশ্চিত হয় সাবিনা খাতুনের দলের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত