‘ফণি’ মোকাবিলায় পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশ : ০৩ মে ২০১৯, ০৩:৩৭

সাহস ডেস্ক

প্রবল ঘূর্ণিঝড় ‘ফণি’ মোকাবিলায় সব ধরনের পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রীয় সফরে লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২ মে (বৃহস্পতিবার) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

৩ মে (শুক্রবার) সন্ধ্যায় বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ফণীর সময় জানমালের ক্ষতি কমানোর জন্য সংশ্লিষ্ট সব বিভাগকে সব ধরনের পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ ও সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন।’

প্রধানমন্ত্রী লন্ডন থেকে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন বলেও জানান ইহসানুল করিম।

অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ফণি’ এখন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এটি মোংলা বন্দর থেকে ৭৩৫ কিলোমিটার ও পায়রা বন্দর থেকে ৭৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল।

আবহাওয়া অধিদপ্তরের বার্তায় মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৭, চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৬ এবং কক্সবাজার সমুদ্রবন্দরকে ৪ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত