পিরোজপুরে গণপিটুনিতে চোর চক্রের প্রধান নিহত

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৪:১৮

পিরোজপুর সদর উপজেলায় আন্তঃজেলা চোর চক্রের প্রধান জামাল হোসেন হাওলাদার (৪৮) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন।

৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) গভীর রাতে পিরোজপুর সদর উপজেলার কচা নদীর তীরে কুমিরমারা স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জামাল হোসেন হাওলাদার একই উপজেলার কুমিরমারা গ্রামের মৃত কাসেম হাওলাদারের ছেলে।

পুলিশের দাবি, জামাল আন্তঃজেলা চোর চক্রের প্রধান। ইঞ্জিন ট্রলারে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতার রোসানলে পড়ে তার মৃত্যু হয়। জামালের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও অস্ত্রসহ সাতটি মামলা রয়েছে।

জেলা হাসপাতালসূত্রে জানা গেছে, উপজেলা আন্তঃজেলা চোরাচক্রের প্রধান জামাল হোসেন ট্রলারে করে চোরাই গরু নিয়ে কুমিরমারা স্লুইসগেট এলাকায় পৌঁছালে স্থানীয় জনতা আটক করে তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায় গণপিটুনি দেন।

খবর পেয়ে সদর থানার এসআই মনিরুজ্জামান মনির সঙ্গীয় ফোর্স নিয়ে রাত ২টার দিকে পৌর কাউন্সিলর নজরুল ইসলামসহ স্থানীয়দের উপস্থিতিতে আহত জামাল হোসেনকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করে।

আজ ৪ সেপ্টেম্বর (বুধবার) সকাল সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক জামালকে মৃত ঘোষণা করেন। নিহত জামালের বিরুদ্ধে পিরোজপুর সদর, কাউখালী ও স্বরূপকাঠি থানায় হত্যা, চুরি, ডাকাতি, অস্ত্রসহ সাতটি মামলা রয়েছে।

সদর থানা পুলিশের ওসি এসএম জিয়াউল হক জানান, পুলিশ মরদেহ উদ্ধর করে মর্গে পাঠিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত