আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ; নিহত ১, আহত ৯

প্রকাশ : ৩১ আগস্ট ২০১৯, ১৫:১৭

ছবি: সমকাল

জয়পুরহাটে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে সামছুল আলম (৫৯) নামে একজন নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।

শনিবার (৩১ আগস্ট) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে শুক্রবার।

জানা যায়, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাঁশের খুঁটি পুঁতে বেড়া দেওয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনায় আহতদের মধ্যে আব্দুর রশিদ (৫০), সামছদ্দিন (৫০), নাছির হোসেন (৩০), রাসুলের (২৪) নাম জানা গেছে।

কালাই থানার ওসি আব্দুল মালেক জানিয়েছেন, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলনের সমর্থকরা  শুক্রবার কুসুমসারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যাতে করে গরু, ছাগল প্রবেশ করতে না পারে সে জন্য বাঁশের খুঁটি পুঁতে বেড়া দেওয়ার কাজ করছিল। এ সময় জেলা আওয়ামী লীগের সদস্য ও মাত্রায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হাবিব তালুকদার লজিকের সমর্থকরা স্কুল মাঠে খুঁটি পুঁততে বাধা দেয়। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। গুরুতর আহতদের রাতেই জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। তাদের মধ্যে সামছুল আলমের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত