বরিশাল মেডিক্যালে ডেঙ্গুতে নিহত ২

প্রকাশ : ৩০ জুলাই ২০১৯, ১২:০৭

বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন ২ জন। 

সোমবার (২৯ জুলাই) দিবাগত রাতে এই দুই জনের মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডাঃ মো. বাকির হোসেন।   

মারা যাওয়া দুইজনের নাম আসলাম খান (২৪) ও সোহেল (১৮)। জানা যায়, তারা দুজনই ঢাকা থেকে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে বরিশালে গিয়ে ভর্তি হয়েছিলেন।

হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন বলেন, আসলাম খান গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৩টার দিকে তার মৃত্যু হয়। অন্যদিকে সোহেলকে সোমবার রাত দেড়টার দিকে ভর্তি করা হয়। রাত পৌনে ৪টার দিকে তিনি মারা যান। তারা দুইজন ঢাকায় আক্রান্ত হয়ে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। ডেঙ্গু শনাক্ত হওয়ার পরও চিকিৎসা না করিয়ে কেন গ্রামে গেলেন সেটা বুঝতে পারছি না। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা সেরকম সময় পাইনি। চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান।

গতকাল পর্যন্ত হাসপাতালে মোট ৬৩ জন রোগী ভর্তি হয়েছেন এবং ৩৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত