মারা গেলেন গণপিটুনির শিকার ভ্যানচালক মিনু

প্রকাশ : ২৯ জুলাই ২০১৯, ১৩:২৭

‘ছেলেধরা’ গুজবে গণপিটুনির শিকার টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ভ্যানচালক মিনু মিয়া ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ দিন পর তার মৃত্যু হলো।

সোমবার (২৯ জুলাই) সকাল ১০ টায় মিনুর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন।

এর আগে গত ২১ জুলাই গণপিটুনির শিকার হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ দিন পর তার মৃত্যু হলো।

উল্লেখ্য, নিহত মিনু ভূঞাপুর উপজেলার টেপিবাড়ী গ্রামের মৃত কোরবান আলীর ছেলে। জন্মের কিছুদিন পরেই মা হারা হন মিনু মিয়া। ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। তার সংসারে রয়েছে ছয় বছরের ছেলে ও ছয়মাসের গর্ভবতী স্ত্রী।

বন্যায় এলাকার বাঁধ ভেঙে স্থানীয় সকল যোগাযোগ বিচ্ছিন্ন হলে কর্মহীন হয়ে পড়েন তিনি। সে কারণে টাকা ধার করে জাল কিনতে কালিহাতীর সয়া হাটে যান তিনি। আর সেখানে গণপিটুনির শিকার হতে হয় তাকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত