নগরে দারিদ্র্য এবং আয় বৈষম্য উদ্বেগজনক হারে বাড়ছে: দেবপ্রিয়

প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৯, ২১:০০

সাহস ডেস্ক

‘নগরে দারিদ্র্য এবং আয় বৈষম্য বাড়ছে উদ্বেগজনক হারে বাড়ছে। এ লক্ষ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে নগর সরকারকে আরো কার্যকর ভূমিকা পালন করতে হবে’- বলেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।

২৪ এপ্রিল (বুধবার) এসডিজি বাস্তবায়ন বিষয়ক নাগরিক সংলাপে এ কথা বলেন দেবপ্রিয় ভট্টাচার্য।

দেবপ্রিয় বলেন, ‘নগরের আয় বৈষম্য বৃদ্ধি এসডিজি লক্ষ্য অর্জনে বড় চ্যালেঞ্জ।’ এসডিজি বাস্তবায়নে স্থানীয় সরকারকে কার্যকর করতে নীতি পরিবর্তনের পরামর্শ দেন তিনি। বাজেট বরাদ্দের ক্ষেত্রে একটি বৈজ্ঞানিক কাঠামো তৈরির সুপারিশও করে সিপিডি। বাজেট বরাদ্দের স্বচ্ছতা আনাটাও জরুরি বলে মনে করেন দেবপ্রিয়।

আলোচনায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম গ্রামীণ অর্থনীতিতে জনগণের কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে আয় বাড়ানোর পরিকল্পনা কথা বলেন। এ ছাড়া সুপেয় পানি ও বিদ্যুৎসহ নাগরিক সুবিধা দেওয়ার ক্ষেত্রে তার সরকার জোর দিচ্ছে বলে জানান তিনি।

তাজুল ইসলাম বলেন, ‘সুপেয় পানির জন্য আমরা মাল্টিপল অপশন নিয়ে কাজ করছি। সার্ভের পরিপ্রেক্ষিতে আমরা দেখছি কোথায় ট্রিমেনডাস স্যালাইনিটি আছে, কোথায় ট্রিমেনডাস আর্সেনিক আছে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত