কৃত্রিম পা পেলেন সেই রাসেল

প্রকাশ : ১৮ এপ্রিল ২০১৯, ১৩:৫৯

সাহস ডেস্ক

গ্রিন লাইন পরিবহনের বাসের চাপায় বাম পা হারানো সেই রাসেল সরকার সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) থেকে কৃত্রিম পা পেয়েছেন। সেন্টার ফর রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইড (সিআরপি)-র প্রোসথেটিক অ্যান্ড অরথটিকস বিভাগের প্রধান ড. মোহাম্মদ শফিক বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে রাসেলকে সুইজারল্যান্ডের তৈরি একটি কৃত্রিম পা দেওয়া হয়।

রাসেলকে সিআরপির পক্ষ থেকে বিনামূল্যে সুইজারল্যান্ড ইন্টারন্যাশনাল টেকনোলজির পা লাগিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিআরপি সূত্র।

সাধারণত কৃত্রিম পায়ের সঙ্গে খাপখাইয়ে নিতে চার সপ্তাহের সময় লাগে উল্লেখ করে তিনি আরও বলেন, এর জন্যে রাসেলকে চেষ্টা করতে হবে।

রাসেল বলেন, গত বছর পা হারিয়ে তিনি বেশ হতাশ হয়ে পড়েছিলেন। কিন্তু, এখন তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসার স্বপ্ন দেখছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত