রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশ : ১১ মার্চ ২০১৯, ১৭:২৭

সাহস ডেস্ক

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সেগুনবাগান এলাকায় রেলওয়ের জমি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

সোমবার (১১ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান  বলেন, সেগুনবাগানের এফ-৪ বাংলো সংলগ্ন রেলওয়ের মালিকানাধীন জমি দখল করে সেমিপাকা ও টিন শেড ঘর নির্মাণ করে দখলদাররা। দুপুরে অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে তোলা এরকম ২২টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

তিনি জানান, রাষ্ট্রীয় সম্পদ অবৈধভাবে দখল করে রাখা বেআইনি। এ কারণে স্থাপনাগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছি আমরা। দখল করে রাখা শূন্য দশমিক পনের একর সরকারি জমি উদ্ধার করা হয়েছে।

উচ্ছেদ অভিযানের সময় বাংলাদেশ রেলওয়ের সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত