জাহালমের জামিনের ব্যবস্থা না করার দায় দুদকের: হাইকোর্ট

প্রকাশ : ০৬ মার্চ ২০১৯, ১৪:২২

সাহস ডেস্ক

জাহালম নিরাপরাধ এটা জানার পরও তার জামিনের ব্যবস্থা না করার দায় দুদককে নিতে হবে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। এছাড়া নিরপরাধ জাহলামের বিরুদ্ধে দায়ের হওয়া ৩৩ মামলার সব নথি আগামী ৯ এপ্রিল আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সকালে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ দুদকের আবেদন শুনানি নিয়ে এ আদেশ দেন।

শুনানিতে বিচারক জাহালমের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার নথি দেখতে চাইলে দুদকের আইনজীবী তা দেখাতে পারেননি। পরে মামলার সব নথি চেয়ে দুদকের আইনজীবীকে নির্দেশ দেয়া হয়। এ বিষয়ে পরবর্তি শুনানির জন্য ১০ মার্চ সময় নির্ধারণ করেছেন আদালত। গত চার ফেব্রুয়ারি তিন বছর কারাভোগের পর মুক্তি পান নিরাপরাধ জাহালম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত