রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ১৬

প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৮, ১৩:৫১

সাহস ডেস্ক

কক্সবাজার জেলার উখিয়া উপজেলার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় গ্যাস সিলিন্ডার (বেলুন ফোলানোর গ্যাস) বিস্ফোরণে শিশুসহ ১৬ জন আহত হয়েছেন।

১৭ নভেম্বর (শনিবার) সকাল ৮টার দিকে উপজেলার মধুরছড়া ক্যাম্পের জি টু ব্লকের দুই পাহাড়ের মাঝখানে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে বেলুনবিক্রেতা মো. ইলিয়াছ (৩০), রোহিঙ্গা শিশু আজিজুল হক (১০), আমান উল্লাহ (১১) ও আলকামা (১০) গুরুতর আহত হয়। তাদের কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়েছে।

মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পের আইসি পুলিশ পরিদর্শক মো. ইয়াছিন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘সকালে পাঁচ নম্বর ক্যাম্প হিসাবে পরিচিত উখিয়ার মধুরছড়া ক্যাম্পের জি টু ব্লকের দুই পাহাড়ের মাঝখানে বেলুনে গ্যাস ভরছিলেন ইলিয়াছ নামে এক রোহিঙ্গা। ইলিয়াছ পুরনো রোহিঙ্গা। বেলুনের ব্যবসা করেন। এ সময় বেলুন ফোলানো দেখতে তাকে ঘিরে ১৫-২০ জন শিশু জড়ো হয়ে যায়। একপর্যায়ে গ্যাসের সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হলে তাদের মধ্যে ১৬ জন দগ্ধ হয়। আহতদের মধ্যে বেশির ভাগই ১০ থেকে ১৫ বছরের শিশু।’

তিনি আরো জানান, ‘আহতদের প্রথমে এমএসএফ হাসপাতালে পরে সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত