মন্ত্রিসভায় বিএডিসি ও পিআইবি আইনের খসরা অনুমোদন

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১৩

সাহস ডেস্ক

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও প্রেস ইনিস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আইনের খসরা মন্ত্রিসভা অনুমোদন করেছে। প্রতিষ্ঠান দু’টির বিদ্যমান আইনের প্রয়োজনীয় সংশোধনের লক্ষ্যে এই খসরার অনুমোদন দেয়া হয়। 

আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এই অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম সাংবাদিকদের এই প্রতিষ্ঠান দু’টির আইনের খসরা অনুমোদনের কথা জানান। 

তিনি বলেন, ১৯৬১ সালের পূর্ব পাকিস্তান আমলের ৩৭ নং অধ্যাদেশের স্থলে বিএডিসি এ্যাক্ট-২০১৮ টি প্রতিস্থাপিত হবে। অধ্যাদেশটি ১৯৭৫ ও ১৯৭৬ সালে সংশোধিত হয়।

শফিউল বলেন, ২০১০ সালে হাইকোর্ট সামরিক শাসন ও তাদের জারীকৃত অধ্যাদেশ অবৈধ ঘোষণা করায় মন্ত্রিসভা প্রয়োজনীয় সংশোধনপূর্বক বিএডিসি আইনটি নতুন করে বাংলায় প্রণয়ন ও অনুমোদন করে।

আইন অনুযায়ী বিএডিসি প্রধানত বীজ ও চারা উন্নয়ন, সেচ সুবিধা সম্প্রসারণ, সার বিতরণ, সেচের অবকাঠামো তৈরি এবং বৃষ্টির পানি সংগ্রহ কার্যক্রম পরিচালনা করবে।

নতুন কাঠামো অনুযায়ী সরকার নিয়োজিত একজন চেয়ারম্যানকে প্রধান করে বিএডিসি বোর্ড গঠন করা হবে। বোর্ডে একজন সচিব ও পাঁচজন পূর্ণকালীন সদস্য থাকবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত