দুইমাস ধরে চলছে কপোতাক্ষ নদে বালু উত্তোলন

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:১৮

বরুণ ব্যানার্জী

প্রশাসনের সামনে কপোতাক্ষ নদ থেকে গত দুইমাস ধরে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। সাতক্ষীরার তালা সদরের মেলাবাজার এলাকায় কপোতাক্ষ নদ থেকে উত্তোলন করা হচ্ছে বালু।

রাতদিন প্রকাশ্যে কাজটি করছেন পার্শ্ববর্তী তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজ কর্তৃপক্ষ। পাইপ লাগিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে ভরাট করা হচ্ছে পতিত নিচু জমি। অভিযোগ উঠেছে প্রশাসনকে ম্যানেজ করেই চলছে এ অবৈধ বালু উত্তোলনের কাজ।

স্থানীয়রা জানান, গত দুইমাস ধরে এ পর্যন্ত ৩/৪ বিঘা নিচু জমি ভরাট করা হয়েছে কপোতাক্ষ নদ থেকে বালু উত্তোলন করে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিবুল্লাহ বলেন, বালু উত্তোলন করছি। উপজেলার শীর্ষ পর্যায়ের এক প্রশাসনিক কর্মকর্তার নাম ব্যবহার করে তিনি বিষয়টি এড়িয়ে যান।

বালু উত্তোলনের বিষয়টি অবহিত করা হলে জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন বলেন, কপোতাক্ষ থেকে বালু উত্তোলনের সুযোগ নেই। যারা বালু উত্তোলন করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত