পুতিনের সঙ্গে সরাসরি আলোচনা করতে চান প্রেসিডেন্ট জেলেনস্কি

প্রকাশ : ০৪ মার্চ ২০২২, ১৫:৫০

সাহস ডেস্ক

রাশিয়ার সামরিক অভিযান বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনা করতে চান ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শুক্রবার (৪ মার্চ) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট জেলেনস্কি মনে করেন পুতিনের সঙ্গে সরাসরি আলোচনাই চলমান যুদ্ধ বন্ধের একমাত্র পথ।

রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, পুতিনের সঙ্গে সরাসরি কথা বলতে জেলেনস্কি প্রস্তুত আছেন বলে ইঙ্গিত দিয়েছেন।

আরটির প্রতিবেদনের মতে, জেলেনস্কি কী বিষয় নিয়ে কথা বলতে চান তা নিয়ে ধোঁয়াশা আছে।

এতে আরো বলা হয়, আলোচনার প্রস্তাব দিয়ে পুতিনকে লক্ষ্য করে জেলেনস্কি গণমাধ্যমকে বলেছেন, আমাদের কাছে আপনি কী চান? আমাদের দেশ ছেড়ে চলে যান। আপনি তো এখন ইউক্রেন ছাড়তে চান না, তাহলে আলোচনায় বসুন। আমি প্রস্তুত। তিনি আরো বলেন, আমার সঙ্গে বসুন। ৩০ মিটার দূরত্ব রেখে নয়। যেমনটি করেছিলেন (ফরাসি প্রেসিডেন্ট) মাখোঁ, (জার্মান চ্যান্সেলর) সোলজ বা অন্যদের সঙ্গে। আমি আপনার প্রতিবেশী। আমি ৩০ মিটার দূরত্ব রাখার প্রয়োজন মনে করি না।

প্রতিবেদনে আরো বলা হয়, রাশিয়া দীর্ঘদিন ধরে নিরাপত্তার বিষয়ে ইউক্রেনের কাছ থেকে যে নিশ্চয়তা চাচ্ছে সে প্রসঙ্গে জানতে চাওয়া হলে জেলেনস্কি তা খারিজ করে দেন। এ বিষয়ে ইউক্রেনের কিছু বলার নেই বলে মন্তব্য করেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত