আছেন মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজের মত অভিজ্ঞ ক্রিকেটাররা

বাংলাদেশ দলের ২১ সদস্যের টাইগার্স স্কোয়াড ঘোষণা

প্রকাশ : ২৫ মে ২০২৪, ১৭:১৩

Desk Report

কিছুদিন পরেই পর্দা উঠবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। আসরে অংশ নিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় দল। সেখানে এবারের আসরের সহ-আয়োজক দেশটির সঙ্গে তিন ম্যাচের প্রস্তুতি সিরিজ খেলছে টাইগাররা। এদিকে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে আজ বাংলাদেশ টাইগার্সের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ২১ সদস্যের এক দলে আছেন মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজের মত অভিজ্ঞ ক্রিকেটাররা।

শনিবার বাংলাদেশ টাইগার্সের স্কোয়াড ঘোষণা করে এক বিবৃতি দেয় বিসিবি। যেখানে ঠাঁই পেয়েছেন ২১ ক্রিকেটার। জানা গেছে, আগামীকাল সকাল ৯টা থেকে মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই দলটির প্রস্তুতি ক্যাম্প।

মূলত জাতীয় দল থেকে ছিটকে পড়া বা অনিয়মিত ক্রিকেটারদের জন্য একটি ছায়া দল গঠনের উদ্যোগ নেয় বিসিবি। দলের নাম দেয়া হয় বাংলা টাইগার্স। ক্রিকেটাদের ব্যাট-বলের সংস্পর্শে রাখতে ও অনুশীলনের আওতায় রাখাই মূল উদ্দেশ্য এই দলটার।

জাতীয় দলের নির্বাচক কমিটি এই স্কোয়াড বেছে নিয়েছে। যেখানে ভারসাম্য করা হয়েছে তরুণদের সঙ্গে অভিজ্ঞ ক্রিকেটারদের মিশ্রণে। পরবর্তীতে এই দলটিকে নিয়ে সিলেট ও চট্টগ্রামের একাধিক ভেন্যুতেও ক্যাম্প পরিচালনা করা হবে। এই ক্যাম্পে ক্রিকেটার টেকনিক ও বিভিন্ন পরিস্থিতিতে মানসিকতা ঠিক রাখার ওপর জোর দেওয়া হবে। এ ছাড়া বিসিবির এইচপি দলের সঙ্গেও তাদের ম্যাচ খেলার কথা রয়েছে।

এ ছাড়া জাতীয় দলের বাইরে থাকলেও মুশফিক–মুমিনুলরা একেবারেই খেলার বাইরে থাকছেন না। সর্বশেষ ডিপিএলে দুর্দান্ত পারফর্ম করা ব্যাটার পারভেজ হোসেন ইমন, মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয় এবং আবু হায়দার রনিরাও আছেন এই দলে। জাতীয় দলের পাইপলাইনে থাকা রেজাউর রহমান রাজা এবং নাহিদ রানাও টাইগার্সের হয়ে খেলার সুযোগ পাবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত