২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ

রোনালদো কে ক্যাপ্টেন করে শক্তিশালী দল ঘোষণা পর্তুগালের

প্রকাশ : ২২ মে ২০২৪, ১৪:৩৮

Desk Report

আগামী জুন-জুলাইয়ে জার্মানিতে অনুষ্ঠেয় ইউরো চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে পর্তুগাল। গতকাল মঙ্গলবার (২১ মে) পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ ইউরোপ মাতানো তারকাদের নিয়ে ২৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছেন।

যে দলের অধিনায়কের ভার দেওয়া হয়েছে তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ৩৯ বছর বয়সী এই ফুটবলার সৌদি ক্লাব আল নাসেরের হয়ে দারুন ছন্দে আছেন। স্বাভাবিকভাবেই এবারও পর্তুগালের সেরা তারকা রোনালদোর নেতৃত্বেই মাঠে নামবে ২০১৬ আসরের চ্যাম্পিয়নরা। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী সিআরসেভেন ইউরোর ইতিহাসে সর্বোচ্চ গোল (১৪) এবং সর্বোচ্চ ম্যাচ (২৫) খেলেছেন।

দলে আছেন ৪১ বছর বয়সী ডিফেন্ডার পেপের অন্তুভুর্ক্তি। কাতার বিশ্বকাপের পর অনেকে তার শেষ দেখে ফেললেও মার্টিনেজের স্কোয়াডে ঠিকই জায়গা করে নিয়েছেন পোর্তের এই রক্ষনভাগের খেলোয়াড়। দলে ডাক পেয়েছেন চোট থেকে ফেরা মিডফিল্ডার পেদ্রো নেতো। এছাড়াও চমক হিসেবে আছেন ২১ বছর বয়সী উইঙ্গার ফ্রান্সিসকো কনসেইকো। মার্চে পর্তুগিজ জাতীয় দলে প্রথম অভিষেক হয়েছিল কনসেইকোর। এবার তিনি ইউরোর দলেও সুযোগ পেলেন।

এবারের ইউরোর বাছাইপর্বে রেকর্ড গড়েই জার্মানির টিকিট কেটেছিল সিআরসেভেনের পর্তুগাল। ১০ ম্যাচের সবকটি জিতে প্রথম তারা জায়গা নিশ্চিত করে।

ইউরোর ড্রতে ‘এফ’-গ্রুপে রোনালদোরা খেলবেন চেক রিপাবলিক, তুরস্ক ও নবাগত দল জর্জিয়ার সঙ্গে। নিজেদের প্রথম ম্যাচে ১৮ জুন পর্তুগাল খেলবে চেক রিপাবলিকের বিপক্ষে। এরপর ২২ জুন তুরস্ক এবং ২৬ জুন তাদের প্রতিপক্ষ জর্জিয়া।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত