মোস্তাফিজ প্রথমে বোঝেননি 'ফিজ' কে

বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে মোস্তাফিজের অনুভূতি

প্রকাশ : ১৯ মে ২০২৪, ১৬:৪২

Desk report

মোস্তাফিজুর রহমানের বোলিংয়ের ধার তার ক্যারিয়ারের শুরুর মতো নেই, তবে ঠিকই তিনি এখনও টি-টোয়েন্টিতে ডেথ ওভারের জন্য বিশেষজ্ঞ পেসার। টেস্টে মোস্তাফিজকে নিয়মিত দেখা না গেলেও ওয়ানডেতেও দেশের হয়ে নিয়মিত দলে থাকেন।

এবারের আইপিএলে দারুণ করেছেন মোস্তাফিজ। ৯ ইনিংসে নেন ১৪ উইকেট। সবশেষ ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে আইপিএলের ফর্ম টেনে আনেন মোস্তাফিজ। এক ম্যাচে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন, আরেক ম্যাচে উইকেট না পেলেও রান দেন মাত্র ১৮।

মোস্তাফিজের ক্যারিয়ারের দিকে তাকালেও সে রকমই মনে হতে পারে। তাঁর অভিষেকের পর থেকে বাংলাদেশ দল এখন পর্যন্ত ৫০টি টেস্ট, ১৩৪টি ওয়ানডে ও ১২৪টি টি–টোয়েন্টি খেলেছে। এর মধ্যে তিনি টেস্ট খেলেছেন মাত্র ১৪টি, ওয়ানডে ও টি–টোয়েন্টি যথাক্রমে ১০৩ ও ৯২টি।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষ্যে বাংলাদেশের ক্রিকেটারদের লক্ষ্য ও ব্যক্তিগত নানা বিষয় নিয়ে ধারাবাহিকভাবে সাক্ষাৎকার প্রকাশ করে আসছে বিসিবি 'গ্রিন রেড স্টোরি' নামে। আজ রবিবার বিসিবির অফিসিয়াল ফেসবুক পোস্টে প্রকাশ করা হয় বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে মোস্তাফিজের ধারণ করা সাক্ষাৎকার।

শুরুতেই মোস্তাফিজ বলেন, 'দেশের হয়ে খেলা তো গৌরবের বিষয়। দেশের পতাকা যেখানে থাকে, সেখানে যে কারোরই খেলতে পারা ভালো লাগবে স্বাভাবিক। আমি সবসময় এনজয় করি দেশের হয়ে খেলাটা। আরও ভালো লাগার বিষয় হলো টি-টোয়েন্টি। কারণ এই ফরম্যাটটা বেশ প্রেশারের, এই কারণে ভালো লাগে আমার। প্রেশারটা অনেক এনজয় করি।'

মোস্তাফিজের সংক্ষিপ্ত নাম ফিজ কিভাবে এলো সেই তথ্য জানান বাঁ-হাতি এই পেসার। 'আমাদের যে বোর্ডটা আছে ফিল্ডিং সেশন বা বোলিং সেশনে সবার নাম থাকে যেখানে, সেখানে আমার নাম পুরোটা লিখলে অনেক বড় হয়ে যায়। এজন্য দেখি ফিজ দিয়ে (লেখা), প্রথমদিন আমি বুঝিনি যে এটা কে। পরে বলেছে এটা তুমি। তারপর আমি আইপিএলে খেলতে গেছিলাম ২০১৬ তে, ওখানেও ফিজটা পপুলার হয়। তারপর থেকে চলতেছে....।'

নিজের অর্জিত জ্ঞান সতীর্থদের মাঝেও ছড়িয়ে দেওয়ার কথা জানালেন ফিজ, 'আমাদের যে পেস বোলাররা আছে যেমন তাসকিন, শরিফুল, সাইফউদ্দিন, হাসান; আমি যতটুকু শিখছি সেগুলো ওদের সাথে শেয়ার করব। তাতে যদি আমাদের আরেকটু উন্নতি হয়।'

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত