সাগরে লঘুচাপ নিম্নচাপে পরিণত হতে পারে আজ

প্রকাশ : ২৩ মে ২০২৪, ২০:১৫

Desk Report

বাংলাদেশসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে আজ বৃহস্পতিবার নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে ঘূর্ণিঝড় হলে এটি কোন দেশের উপকূলে আঘাত হানবে, তা এখনো নিশ্চিত নয়। অধিদপ্তর বলছে, ভারত, মিয়ানমার ও বাংলাদেশ—তিন দেশের উপকূলেই আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, আজ দেশের বেশির ভাগ এলাকায় তাপমাত্রা খানিকটা বাড়তে পারে। তবে দু-একটি এলাকায় বৃষ্টির সম্ভাবনাও আছে। 

আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে গতকাল বুধবার বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত