১২ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়ে রেকর্ড গড়েছে ‘দ্য সিড অফ দ্য সেক্রেড ফিগ’

কানের লাল গালিচায় ইরানের ‘দণ্ডপ্রাপ্ত নির্মাতা মোহাম্মদ রসৌলফ

প্রকাশ : ২৫ মে ২০২৪, ১৭:৫৬

Desk Report

অবশেষে সব জল্পনা-কল্পনা ও প্রতীক্ষার অবসান হলো। শুক্রবার কানের লাল গালিচায় পা রেখেছেন ইরানের প্রখ্যাত নির্মাতা মোহাম্মদ রসৌলফ। 

ইরানের আদালতের দেওয়া কারাদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশের মধ্যেই কানের মঞ্চে হাজির হলেন রাসৌলফ। কান চলচ্চিত্র উৎসবে নিজের সিনেমা ‘দ্য সিড অফ দ্য সেক্রেড ফিগ’-এর প্রিমিয়ারে অংশ নিয়েছেন তিনি। সিনেমাটি এবার উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে পাম দ’রের জন্য লড়বে। 

শুক্রবার (২৪ মে) ‘দ্য সিড অফ দ্য সেক্রেড ফিগ’ চলচ্চিত্রটি ১২ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়ে রেকর্ড গড়েছে। সিনেমাটি এবার উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে পাম দ’রের জন্য লড়বে।

দ্য সিড অব দ্য সেক্রেড ফিগ’ ছবির গল্প ইমান নামের এক ব্যক্তিকে ঘিরে। যিনি তেহরানের বিপ্লবী আদালতের একজন তদন্তকারী বিচারক। দেশব্যাপী রাজনৈতিক প্রতিবাদ তীব্র হওয়ার সাথে সাথে তার মনে জন্মায় অবিশ্বাস এবং সন্দেহ। এক সময় তার বন্দুক রহস্যজনক ভাবে অদৃশ্য হয়ে যায়। তিনি সন্দেহ করা শুরু করেন যে স্ত্রী নাজমেহ এবং তার কন্যা রেজভান এবং সানা এই ঘটনায় জড়িত। তিনি বাড়িতে কঠোর ব্যবস্থা আরোপ করেন, যার ফলে উত্তেজনা বেড়ে যায়। ধাপে ধাপে তাদের সামাজিক রীতিনীতি ও পারিবারিক জীবনের চিত্র বদলে যায়।

এর আগে সিনেমাটি এই উৎসব থেকে সরিয়ে নেওয়ার জন্য মোহাম্মদ রসৌলফের ওপর প্রবল চাপ সৃষ্টি করেছিল ইরান সরকার। তোয়াক্কা না করায় নির্মাতাকে ৮ বছরের কারাদণ্ড, চাবুক মারা, জরিমানা ও সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়। এরপর কারাদণ্ড থেকে বাঁচতে অবৈধ পথে ইরান থেকে পালিয়ে ইউরোপে আশ্রয় নেন নির্মাতা মোহাম্মদ রসৌলফ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত