মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ

কক্সবাজার সমুদ্রসৈকত থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার

প্রকাশ : ২৩ মে ২০২৪, ১৫:৫৬

Desk Report

কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে জোয়ারের পানিতে ভাসমান অবস্থায় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ মে) রাত ৯টার দিকে কলাতলীর ভাঙারমুখ পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, ‘রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্টের মেম্বারঘাটা এলাকায় জোয়ারের পানিতে একজনের মরদেহ ভাসতে দেখে স্থানীয় এক শিশু। পরে নুরুল আলম নামের স্থানীয় একজন বাসিন্দা ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে জোয়ারের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার করে।’ 

ওসি রাকিবুজ্জামান আরও বলেন, ‘নিহত তরুণীর শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে, তাঁর কপালের ডান পাশে আঘাতের সামান্য চিহ্ন দেখা গেলেও তা অনেক দিন আগের। তাঁর মাথায় খাটো চুল রয়েছে। পরনে ছিল থ্রিপিস।’

অজ্ঞাত তরুণীর মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি বলে জানান ওসি রাকিবুজ্জামান। তিনি বলেন, ‘নিহতের পরিচয় নিশ্চিত হতে এবং মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত