লকডাউনে মার্কেট-শপিংমল বন্ধের প্রতিবাদে সমাবেশ

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২১, ১৭:১১

সাহস ডেস্ক

লকডাউনের সাত দিন মার্কেট–শপিংমল বন্ধের প্রতিবাদে নিউমার্কেটের সামনে অবস্থান নিয়ে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সমাবেশ করছেন ব্যবসায়ীরা। এ তথ্য নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) তবিবর রহমান।

রবিবার (৪ এপ্রিল) করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধ করতে আগামী ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এ সময় শুধু জরুরি সেবা ছাড়া প্রায় সবকিছু বন্ধ থাকবে।

বিকেল ৩টায় চন্দ্রিমা সুপার মার্কেট, ঢাকা নিউ সুপার মার্কেট, নূর ম্যানশন, ধানমন্ডি হকার্স মার্কেটসহ আশেপাশের মার্কেটের ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় ব্যবসায়ীরা ‌‘লকডাউন মানি না, মার্কেট খোলা চাই’ স্লোগান দিতে দেখা যায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত