একদিনে বিশ্বে করোনায় আক্রান্ত ৫ লাখ ৭৬ হাজার ছাড়াল

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৩:১০

আন্তর্জাতিক ডেস্ক
ছবি : করোনা পরিক্ষা করা হচ্ছে।

একদিনে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ৭৬ হাজার ৩২৭। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬২ কোটি ১২ লাখ ১৬ হাজার ৬৭৫ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৫ লাখ ৪২ হাজার ৮৬০ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ৭৯ লাখ ৯১ হাজার ৪৯৪ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৮২ হাজার ২৮৬ জন। ভারতে মোট চার কোটি ৪৫ লাখ ৭৫ হাজার ৪৭৩ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৫৬২ জনে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে ৭৩৭ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৬০ জন এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ২৩ হাজার ১৪৫ জনে পৌঁছেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চার হাজার ৭৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এ সময়ে শনাক্ত হার ১৫ দশমিক ৪২ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৪১১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৬৩ হাজার ৭১৯ জনে। এছাড়া শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ০৬ শতাংশ।

সাহস২৪.কম/এসএস