‘চীনা ঋণ-ফাঁদ’ তত্ত্ব পশ্চিমাদের মিথ্যাচার: চীনা মুখপাত্র

প্রকাশ : ১৮ আগস্ট ২০২২, ২১:২২

আন্তর্জাতিক ডেস্ক

কথিত ‘চীনা ঋণ-ফাঁদ’ তত্ত্বের কোনো ভিত্তি নেই তা পশ্চিমাদের মিথ্যাচার। বৃহস্পতিবার (১৮ আগস্ট) বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন  এক নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

ওয়াং ওয়েন পিন জোর দিয়ে বলেন, কিছু পশ্চিমা রাজনীতিক ও তথ্য-মাধ্যম বাস্তবতা উপেক্ষা করে কথিত ‘চীনা ঋণ-ফাঁদ’ তত্ত্ব সৃষ্টি এবং বিস্তার করেছে। তাদের লক্ষ্য হচ্ছে চীন ও উন্নয়নশীল দেশসমূহের সম্পর্ক ও সহযোগিতাকে নষ্ট করা। তারা উন্নয়নশীল দেশসমূহের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। তবে অনেক উন্নয়নশীল দেশ ও আন্তর্জাতিক সমাজ তাদের এ মিথ্যাচারকে পাত্তা দেবে না।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় আজ (বৃহস্পতিবার) জানায়, এ বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশব্যাপী প্রকৃত বিদেশি পুঁজির ব্যবহারের পরিমাণ ছিল ৭৯৮.৩৩ বিলিয়ন ইউয়ান, তা গত বছরের একই সময়ের চেয়ে ১৭.৩ শতাংশ বেশি।

একই সময় সেবা শিল্পে প্রকৃত বিদেশি পুঁজি ব্যবহারের পরিমাণ ছিল ৫৯৮.৯২ বিলিয়ন ইউয়ান, তা ১০ শতাংশ বেশি। আর উচ্চ প্রযুক্তি শিল্পে বিদেশি পুঁজি ব্যবহারের পরিমাণ ৩২.১ শতাংশ বেড়েছে। সূত্র: সিআরআই।

 

সাহস২৪.কম/টিআর/এসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত