ভারতের নতুন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়

প্রকাশ : ০৭ আগস্ট ২০২২, ১৪:২১

আন্তর্জাতিক ডেস্ক
ছবি : ভারতের নতুন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।

পশ্চিমবঙ্গের সাবেক গভর্নর জগদীপ ধনখড় ভারতের নতুন উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। শনিবারের (৬ আগস্ট) নির্বাচনে ভারতে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী ধনখড় পেয়েছেন ৫২৮ ভোট, বিপরীতে আলভা সমর্থন পেয়েছেন মাত্র ১৮২ ভোট। খবর এনডিটিভির।

তিনি বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভাকে বিশাল ব্যবধানে পরাজিত করে উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন তিনি। মোট ৭৮০ ভোটারের মধ্যে এদিন ভোট দিয়েছেন ৭২৫ জন। তার মধ্যে ১৫টি ভোট বাতিল হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে কোনো প্রার্থীর ৩৫৬ ভোট পেলেই চলত। লোকসভায় ২৩ এমপিসহ সব মিলিয়ে ৩৬ ভোটার থাকা তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে ভোটদানে বিরত থাকার ঘোষণা দেওয়া সত্ত্বেও তাদের দুই এমপি ব্যালটে রায় জানিয়েছেন।

শনিবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হওয়া এই উপরাষ্ট্রপতি নির্বাচনে ৫৫ জন ভোটদানে বিরত ছিলেন। ফল ঘোষণার পর মার্গারেট আলভা নতুন উপরাষ্ট্রপতি ধনখড়কে অভিনন্দন জানান। তিনি তাকে ভোট দেওয়া বিরোধী দলগুলোর নেতাকর্মীদের ধন্যবাদও দেন।

উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ায় ধনখড়কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপিপ্রধান জেপি নড্ডা।

সাহস২৪.কম/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত