গুলিবিদ্ধ শিনজো আবে মারা গেছেন

প্রকাশ : ০৮ জুলাই ২০২২, ১৬:০২

সাহস ডেস্ক

নির্বাচনী প্রচারণার সময় গুলিতে আহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে মারা গেছেন। শিনজো আবের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে এই মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। দেশটির এনএইচকে টেলিভিশনে এই তথ্য জানানো হয়েছে।

পশ্চিম জাপানের নারাতে শুক্রবার বক্তব্য শুরু করার কয়েক মিনিট পর পেছন থেকে গুলি করা হয় আবেকে। গুলিবিদ্ধ হওয়ার পরই লুটিয়ে পড়েন আবে। তাকে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তবে তার শ্বাসকষ্ট ও হৃদপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল। আবের ঘাড়ের বাঁ পাশে একটি গুলি লেগেছে এছাড়া তার বুকের বাম পাশের অংশে রক্তক্ষরণ হয়েছে। পরে হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়।

এই হামলার নিন্দা জানিয়েছে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সংবাদ সম্মেলনে বলেন, এটি একটি বর্বোরচিত হামলা যা সহ্য করার মতো নয়। 

৬৭ বছর বয়সী আবে ২০২০ সালে শারীরিক কারণে  প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছিলেন। পুলিশ হামলার ঘটনাস্থল থেকে সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে।

সাহস২৪.কম/এএম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত