জাতিসংঘ বিশেষজ্ঞ: মিয়ানমারের সামরিক জান্তা সত্য আড়ালের চেষ্টা চালিয়ে যাচ্ছে

প্রকাশ : ১৫ জুন ২০২২, ১৯:৫৮

সাহস ডেস্ক

মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক বিশেষ প্রতিনিধি টম অ্যান্ড্রুস ১৭ থেকে ২৩ জুন মালয়েশিয়া সফর করবেন। অ্যান্ড্রুস বলেন, ‘মিয়ানমারে পরিস্থিতির অবনতি ঘটতে থাকা এবং সামরিক জান্তা সত্যকে আড়াল করার প্রচেষ্টা চালিয়ে যাওয়ায় আমি মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির নথি ও প্রতিবেদন করার জন্য আমার ম্যান্ডেট অনুসরণ করতে অবিচল রয়েছি। অভ্যুত্থানের পর থেকে যারা দেশ ছেড়ে পালিয়েছেন তাদেরসহ আমি মিয়ানমারের নাগরিকদের সঙ্গে সাক্ষাৎ চালিয়ে যাব।’

এই বিশেষ প্রতিনিধি কুয়ালালামপুর সফর করবেন এবং সেখানে তিনি সরকারের প্রতিনিধি, সংসদ সদস্য, জাতিসংঘের কর্মকর্তা, মিয়ানমার  ও আসিয়ানের পররাষ্ট্রনীতি নিয়ে কাজ করা বিশেষজ্ঞদের পাশাপাশি সুশীল সমাজ ও সম্প্রদায়-ভিত্তিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন।

অ্যান্ড্রুস বলেন, ‘এই সফরটি মিয়ানমারের সংকটের বিষয়ে আসিয়ান অঞ্চলের সঙ্গে গভীর আঞ্চলিক সম্পৃক্ততার প্রকল্পের সূচনা।’
আগামী মাসগুলোতে আসিয়ানের অন্যান্য সদস্য দেশে সফরের বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি। গণমাধ্যমের সঙ্গে প্রাথমিক পর্যবেক্ষণ শেয়ার করার জন্য কুয়ালালামপুরে ২৩ জুন একটি সংবাদ সম্মেলন করবেন এই বিশেষ প্রতিনিধি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত