টেক্সাসে হত্যাকাণ্ডের আগে ফেসবুকে বার্তা পাঠিয়েছিল বন্দুকধারী

প্রকাশ : ২৬ মে ২০২২, ১৯:০৬

সাহস ডেস্ক

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি স্কুলে ঢুকে গুলি করে ১৯ শিক্ষার্থী ও তাদের দুই শিক্ষককে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত বন্দুকধারী হামলার আগেই তার ফেসবুকে পরিকল্পনার কথা জানিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় তিনটি সংক্ষিপ্ত বার্তা দিয়েছিলো এই খুনি। পরে পুলিশের গুলিতে সে নিহত হয়। বুধবার (২৫ মে) টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। খবর: গার্ডিয়ান অনলাইনের।

গভর্নর গ্রেগ অ্যাবোট বলেন, রব এলিমেন্টারি স্কুলে প্রাণঘাতী এ হামলা করার আগে বন্দুকধারী সালভাদর রামোস তিনবার ফেসবুকে পোস্ট করেছিলেন। এদিকে হামলা শুরুর কয়েক মিনিট আগে ওই বন্ধুকধারী জার্মানির ফ্রাঙ্কফুর্টে এক তরুণীকে তার পরিকল্পনা সম্পর্কে বার্তা পাঠান। সেখানে বলেন, তিনি ইলেমেন্টারি স্কুলে যাচ্ছেন গুলি চালানোর জন্য। আর ওই তরুণীকে তিনি শেষ বার্তাটি দিয়েছেন হামলা শুরুর এগারো মিনিট আগে।

ফেসবুকের মুখপাত্র অ্যান্ডি স্টোন বলেন, ‘আইন প্রয়োগকারী সংস্থার চলমান তদন্তে আমরা ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছি।’ টেক্সাসের গভর্নর জানিয়েছেন, ‘হামলাকারী আগে কোনো অপরাধ করেছেন বা আগে থেকে তার মানসিক সমস্যা ছিলো, এমন কোনো তথ্য নেই।’ দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি শিগগিরই টেক্সাস সফরে যাবেন এবং একই সাথে তিনি বন্দুক নিয়ন্ত্রণের আহবান জানিয়েছেন। বলেছেন, ‘এটাই কার্যকর ব্যবস্থা নেওয়ার সময়।’

এর আগে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুলে হামলা চালানোর আগে রামোস তার নানিকে গুলি করেছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন মায়ের পাশে রয়েছেন রামোসের মা অ্যাড্রিনা রেয়েস। হাসপাতাল থেকে ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল’কে তিনি জানান, ‘আমার ছেলে কখনোই হিংস্র ছিল না। সে যা করেছে তাতে আমি ভীষণ অবাক হয়েছি। সবকিছুর জন্য আমি খুবই মর্মাহত। অনেক কিছু ঘটে গেছে। আমি ভালো বোধ করছি না।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত