কাশ্মীরে টেলিভিশন তারকাকে গুলি করে হত্যা

প্রকাশ | ২৬ মে ২০২২, ১৭:২৩ | আপডেট: ২৬ মে ২০২২, ১৭:৪৫

অনলাইন ডেস্ক

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে এক নারীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার (২৫ মে) জম্মু-কাশ্মীরের বুদগাম জেলায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত নারীর নাম আমরিন ভাট (৩৫)। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম তারকা। হামলায় ফারহান জুবায়ের নামে তার ১০ বছর বয়সী ভাতিজা আহত হয়েছে। খবর: এনডিটিভির।

এ ঘটনায় স্থানীয় পুলিশ জানায়, পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তাইয়েবার (এলইটি) সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। এদিকে নিহত আমরিন টিকটক করতেন। তিনি টেলিভিশন তারকাও ছিলেন। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বেশ জনপ্রিয় ছিলেন। হামলার পর এলাকাটি ঘিরে রাখে পুলিশ। তারা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে।

কাশ্মীর জোন পুলিশের ভাষ্য, স্থানীয় সময় গতকাল সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে এ হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীরা আমরিনের বাড়িতে তার ওপর হামলা চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

সাহস২৪.কম/টিএ/এসটি/এসকে.