বন্দি রুশ সেনার যুদ্ধাপরাধের বিচার শুরু ইউক্রেনে

প্রকাশ : ১৪ মে ২০২২, ১৯:৩৫

সাহস ডেস্ক

যুদ্ধের শুরুর দিকে একজন ইউক্রেনীয় বেসামরিক নাগরিককে হত্যার অভিযোগে আটক হন রুশ সার্জেন্ট ভাদিম শিশিমারিন'র (২১)। সে মামলার বিচারের জন্য কিয়েভের একটি নিম্ন আদালতে কার্যক্রম শুরু করেছে। ইউক্রেনের শীর্ষ এক প্রসিকিউটর বলেছেন, তার অফিস তদন্ত করছে এমন কয়েক ডজন যুদ্ধাপরাধের মামলার মধ্যে প্রথম এটির বিচার শুরু হলো। সূত্রঃ ইউরো নিউজ।

টানা দু’মাসের বেশি সময় ধরে দেশটির কৌশলগত বন্দর নগরী মারিউপোলে রুশ সেনাদের ক্রমবর্ধমান মরিয়া আক্রমণে শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মারিউপোলের পতনের ফলে ইউক্রেন একটি গুরুত্বপূর্ণ বন্দর হারাবে। এর ফলে রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপে একটি স্থল করিডোর স্থাপন করতে পারবে। ২০১৪ সালে যেটিকে ইউক্রেন থেকে দখল করে নেয় রুশ কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে এরপর সেনাদের আক্রমণের প্রধান লক্ষ্য হবে ক্রেমলিনের পূর্বের শিল্পাঞ্চল ডনবাস।

সাহস২৪.কম/এসটি/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত