দপ্তরে বসলেন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী

প্রকাশ : ১৩ মে ২০২২, ১৯:৪৭

সাহস ডেস্ক

লঙ্কার এ ক্রান্তি লগ্নে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বিপর্যস্ত দেশটির প্রধানমন্ত্রী হিসেবে কাজ শুরু করেছেন রনিল বিক্রমাসিংহে। দেশটির পাঁচবারের সাবেক প্রধানমন্ত্রী এবং ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা তিনি। শুক্রবার (১৩ মে) সকালে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে দায়িত্ব বুঝে নেন তিনি। সূত্র: শ্রীলঙ্কাভিত্তিক ডেইলি মিরর।

এর আগে বুধবার (১১ মে) সন্ধ্যায় দেশটির প্রেসিডেন্টের সঙ্গে রুদ্ধদ্বার আলোচনা করে বৃহস্পতিবার (১২ মে) প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে শপথ পড়ান দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

২২৫ আসন বিশিষ্ট লঙ্কান পার্লামেন্টে বিক্রমাসিংহের দলের আসন মাত্র একটি। রাজনৈতিক সূত্রে জানা গেছে, সংসদে বিক্রমাসিংহের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা দেখানোর জন্য শ্রীলঙ্কার ক্ষমতাসীন এলএলপিপি, প্রধান বিরোধী দল এসজেপির একটি অংশ এবং কয়েকটি দল নিজেদের সমর্থন দিয়েছে।

প্রসঙ্গত, বিদেশি মুদ্রার রিজার্ভ নামা, মুদ্রাস্ফীতিসহ মাস কয়েক ধরেই চরম মন্দা চলছে শ্রীলঙ্কার অর্থনীতিতে। নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে দেশটির নাগরিকগণ। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। গত সোমবার (৯ মে) সরকারবিরোধী আন্দোলন আরও তীব্র রূপ ধারণ করলে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে আন্দোলনে বসা বিক্ষুব্ধদের ওপর হামলা চালায় সরকার সমর্থকেরা। এতে বেশ কিছু জায়গায় সংঘর্ষ বাধে। সংঘর্ষে সরকারদলীয় এমপি, পুলিশ সদস্যসহ নয়জন নিহত হন। আহত হন দুইশ'র অধিক। আন্দোলনের মুখে পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।

সাহস২৪.কম/এসটি/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত