ইউক্রেন সফরকালে নাগরিকদের ওপর হামলায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২২, ১৫:৪৪

সাহস ডেস্ক

ইউক্রেনে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সব লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে রাশিয়া। হামলার লক্ষ্যবস্তুতে ছিল রাজধানী কিয়েভের দুটি ভবন, যেখানে আহত হয়েছেন অন্তত ১০ জন বেসামরিক নাগরিক। আহতদের মধ্যে একজন পা হারিয়েছেন বলে জানা গেছে।

এছাড়া দনবাস, খারকিভ, বেলারুশের সীমান্তের কাছে চেরনিহিভ, রাজধানীর দক্ষিণ-পশ্চিমে একটি বড় রেলওয়ে হাব ফাস্টিভ সহ গোটা ইউক্রেনজুড়েই বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে বিমান প্রতিরক্ষার মাধ্যমে রকেট প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ ইউক্রেনের ওডেসার মেয়র।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সংবাদ সম্মেলন করার মাত্র এক ঘণ্টা পরে বোমা হামলা চালানো হয়। গুতেরেস কিয়েভ ও এর আশপাশে কিছু ধ্বংসযজ্ঞ পরিদর্শন করেন এবং বেসামরিক নাগরিকদের ওপর হামলার নিন্দা করেন। জাতিসংঘের প্রধান বলেন, ইউক্রেন অসহ্য দুঃখ ও বেদনার কেন্দ্রস্থল হয়ে উঠেছে।

সাহস২৪.কম/এএম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত