রাশিয়ায় ১১০০ যুদ্ধ-বিরোধী বিক্ষোভকারী গ্রেপ্তার

প্রকাশ : ০৬ মার্চ ২০২২, ১৯:০৮

সাহস ডেস্ক

 

রাশিয়ার ৩৫টি শহর থেকে রবিবার (৬ মার্চ) এক হাজার একশত যুদ্ধ-বিরোধী বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রাশিয়ার বন্দী বিরোধী নেতা আলেক্সি নাভালনি ইউক্রেনের যুদ্ধের বিরুদ্ধে দেশজুড়ে এই বিক্ষোভের ডাক দিয়েছিলেন।

মনিটরিং গ্রুপটি স্থানীয় গণমাধ্যমের খবরের ভিত্তিতে বলছে, সাইবেরিয়ার নোভোসিবিরস্ক শহরে দুশোর বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

রাশিয়ায় সরকার বিরোধী বিক্ষোভকারীদের গণহারে গ্রেপ্তারের ঘটনা স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। দেশটির একটি পর্যবেক্ষক গোষ্ঠী জানায়, প্রশান্ত মহাসাগরীয় বন্দর ভ্লাদিভোস্টক ও সাইবেরিয়ান ইরকুটস্কসহ বিভিন্ন শহর থেকে বিক্ষোভকারীদের আটক করা হয়। তাছাড়া অন্যান্য শহরে চলমান বিক্ষোভের অনেক ভিডিও পোস্ট করেছেন দেশটির বিরোধী অধিকারকর্মীরা। এ নিয়ে রাশিয়ায় মোট আটকের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার চারশ ৭২ জনে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত