আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপলো ভারত-পাকিস্তানও

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৫২

সাহস ডেস্ক

আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে একটি ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতও। শনিবার (৫ ফেব্রুয়ারি) সৃষ্ট উত্তর ভারতের জম্মু ও কাশ্মীর, নয়ডা, দিল্লি ও আশপাশের শহরগুলো কেঁপে উঠেছে।

৫ দশমিক ৭ মাত্রার এ ভূমিকম্পটি বাংলাদেশ সময় সকাল ১০টা ১৬ মিনিটে আশকাশাম জেলা থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমের কাছে আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আশকাশাম জেলা থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ২০৯ কিলোমিটার গভীরে।

ইউএসজিএস জানিয়েছে, আফগানিস্তান ছাড়াও শক্তিশালী এ ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে প্রতিবেশী দেশ পাকিস্তান, তাজিকিস্তানেও। ভারতের জম্মু-কাশ্মীর, দিল্লিতেও কম্পন অনুভূত হওয়ার কথা জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত