অগ্ন্যুৎপাত-সুনামিতে বিপর্যস্ত টোঙ্গা, নিহত ৩

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২২, ১৮:৩৮

সাহস ডেস্ক

ভয়াবহ অগ্ন্যুৎপাত ও তা থেকে সৃষ্ট সুনামিতে বিপর্যস্ত হয়ে গেছে টোঙ্গার কিছু দ্বীপ। ধ্বংস হয়ে গেছে ওই অঞ্চলের বেশিরভাগ ঘরবাড়ি। এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে বলে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন টোঙ্গা সরকার। ঘটনার তিনদিন পর এ নিয়ে প্রথমবার মুখ খুললেন সরকার।

বিবৃতিতে তিনি জানিয়েছেন অগ্ন্যুৎপাত-সুনামিতে যে তিনজন মারা গেছেন তাদের মধ্যে দুইজন স্থানীয় ও একজন ব্রিটিশ নাগরিক।

তিন দশকের মধ্যে এটিই সবচেয়ে বড় অগ্ন্যুৎপাত- সুনামি। এটিকে ‘অভূতপূর্ব বিপর্যয়’ বলে উল্লেখ করেছেন টোঙ্গা সরকার।

বিবৃতিতে বলা হয়েছে, গত শনিবার হাঙ্গা টোঙ্গা হাঙ্গা হা’পাই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে আশপাশের দ্বীপগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি দ্বীপের সব বাড়িঘর ধ্বংস হয়ে গেছে এবং আরেকটি দ্বীপের মাত্র দুটি অবশিষ্ট রয়েছে।

আগ্নেয়গিরি থেকে এখনো প্রচুর ছাই উড়ছে। যার কারণে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছে। স্বেচ্ছাসেবীরা টোঙ্গার প্রধান বিমানবন্দরের রানওয়ে পরিষ্কারে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, যেন অতিআবশ্যক বিশুদ্ধ পানি ও খাবার সহায়তা নিয়ে প্লেনগুলো দ্রুত পৌঁছাতে পারে।

টোঙ্গা সরকার জানিয়েছে, দেশটিতে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন। তবে স্থানীয় কিছু টেলিফোনসেবা এখনো চালু রয়েছে। যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি সচল করতে কাজ করছে কর্তৃপক্ষ।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত দ্বীপগুলো থেকে লোকজন সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে বলেও জানিয়েছে দেশটির সরকার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত