রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া-আজারবাইজানের সীমান্ত সংঘাতের অবসান

প্রকাশ | ১৭ নভেম্বর ২০২১, ১৪:৫৮

অনলাইন ডেস্ক

রাশিয়ার মধ্যস্থতায় একটি অস্ত্রবিরতি চুক্তির পর আজারবাইজানের সাথে সীমান্ত বরাবর যুদ্ধের অবসান ঘটেছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর- সিনহুয়ার।

আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার মধ্যস্থতায় এ চুক্তিতে পৌঁছানোর কারণে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে শত্রুতার অবসান হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আর্মেনিয়ার পূর্ব সীমান্ত বরাবর এ যুদ্ধ ছড়িয়ে পড়েছিল।

ওই মন্ত্রণালয় তাদের সরকারি ওয়েবসাইটে জানায়, বর্তমানে সেখানকার পরিস্থিতি তুলনামূলকভাবে শান্ত রয়েছে। এতে আরো বলা হয়, সেখানে যুদ্ধ চলাকালে আর্মেনিয়ার এক সৈন্য নিহত হয়।

সাহস২৪.কম/এসকে.