সৌদি আরবে ড্রোন হামলায় ৩ বাংলাদেশিসহ আহত ১০

প্রকাশ | ০৯ অক্টোবর ২০২১, ১১:২৮

অনলাইন ডেস্ক
ছবি : সংগৃহীত

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর জিজানের কিং আবদুল্লাহ বিমানবন্দরে বিস্ফোরকবাহী ২ ড্রোন হামলায় ৩ বাংলাদেশিসহ ১০ জন আহত হয়েছেন। দেশেটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা এসপিএর বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

আজ শনিবার ভোররাতের দিকে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।

জোটের মুখপাত্রের বরাত দিয়ে সৌদি রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, প্রথম হামলায় ৬ সৌদি, ৩ বাংলাদেশি এবং ১ সুদানি নাগরিক আহত হন। তবে এ ঘটনায় আঘাত বা ক্ষয়ক্ষতির কোনো বিবরণ দেওয়া হয়নি।

সৌদি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি রাষ্ট্রীয় গণমাধ্যমকে উদ্ধৃত করে বলেছেন, ইয়েমেন থেকে উৎক্ষেপিত বিস্ফোরক পদার্থ পরিপূর্ণ দুটি লাদেন ড্রোন ব্যবহার করা হয়েছে।  সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী ইয়েমেন থেকে জাযানের উদ্দেশ্যে হুতিদের ছোড়া দুটি সশস্ত্র ড্রোন প্রতিরোধ করে ধ্বংস করেছে। ড্রোনের কিছু ধ্বংসাবশেষ বিমানবন্দরের ভেতরে পড়ায় কয়েকজন যাত্রী ও কর্মী আহত হয়েছেন।

রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছে, কিং আব্দুল্লাহ বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক আছে।

প্রতিবেশী ইয়েমেনের হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ হামলার দায় স্বীকার করা হয়নি। গোষ্ঠীটি উপসাগরীয় দেশটিকে লক্ষ্য করে নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।